গাজীপুরের রিয়াজ নগরে অভিযান চালিয়ে ৮০২টি পাখিসহ ২ জনকে আটক করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
বুধবার ভোরে এসব পাখিসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- লাল মিয়া (৫০) ও নজরুল ইসলাম (৪৫)।
জব্দকৃত পাখির মধ্যে ৩৮০টি তোতা, ৪২২টি মুনিয়া। পাখিগুলো বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক বলেন, বুধবার ভোরে রিয়াজ নগরে অভিযান চালিয়ে ৮০২টি পাখি জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৭ অক্টোবর, ২০১৫/মাহবুব