রাজধানীর পুরান ঢাকার হোসনী দালানে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। রবিবার দুপুরে চকবাজার থানার এস আই জালাল উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মো. মফিজউদ্দিন আহমেদ।
আশুরা উপলক্ষে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে হোসনী দালান এলাকার ইমামবাড়ায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শিয়া সমাবেশের প্রস্তুতিকালে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ওই ঘটনায় এক কিশোর নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক।ঘটনার পরপরই ব্যাপক সংখ্যক পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকা ঘিরে ফেলে। আহতদের আর্তনাদ ও স্বজনদের আহাজারিতে হাসপাতালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে, ওই এলাকায় থাকা ৩২টি ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি থেকে হামলাকারীদের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে পুলিশ আশা করছে।
বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৫/ রশিদা