রাজশাহী নিউমার্কেটের বাইরের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা অস্থায়ী দোকান অবশেষে উচ্ছেদ করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় রাজশাহী সিটি করপোরেশেন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
উচ্ছেদ অভিযানে দখলদার ব্যবসায়ীরা কয়েক দফা বাধা দেওয়ার চেষ্টা করে। পরে এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। তবে অতিরিক্ত পুলিশ থাকার কারণে ব্যবসায়ীরা শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হন। এক পর্যায়ে সময় নিয়ে তড়িঘড়ি করে তাদের দোকানের বিভিন্ন মালামাল সরিয়ে নিয়ে যান ব্যবসায়ীরা।
অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোর্তুজা আল মুহিত। এ সময় করপোরেশনের সম্পত্তি বিষয়ক কর্মকর্তা মঞ্জুর রহমান জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের সম্পত্তি বিষয়ক কর্মকর্তা মঞ্জুর রহমান জন জানান, উচ্ছেদের আগে অবৈধ দোকানগুলোর মালামালসহ নির্মাণকাজ সরিয়ে নিতে তিন বার চূড়ান্ত নোটিশ করা হয়। কিন্তু ব্যবসায়ীরা তা শোনেনি। এতে বাধ্য হয়ে গতকাল সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালায়।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৫/ রশিদা