রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়ায় নিহত লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রহমান টুটুল, ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শনিবার বিকেলে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
ফেসবুকে তিনি লিখেছেন, ''শুদ্ধাস্বরের প্রকাশক টুটুল, ব্লগার রণদীপম বসু ও তারেক নামের আরেকজন লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীতে মারাত্বকভাবে আক্রান্ত হয়েছে। দু'জনের অবস্থা খুবই আশংকাজনক। চাপাতি দিয়ে তাদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন করা হয়েছে।''
তিনি আরও লিখেছেন, ''আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। অবস্থা সংকটাপন্ন। এটা মেনে নেয়া যায় না। আমি ঢাকা মেডিকেল যাচ্ছি।''
সবশেষে তিনি লিখেছেন, ''রুখে দাঁড়াও বাংলাদেশ। সব শেষ হয়ে যাচ্ছে।''
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৫/মাহবুব