আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায়। এ সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর নির্বাচনী আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মূলত ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী ঠিক করার জন্যই রবিবারের সভা ডাকা হয়েছে। এছাড়া দেশের সাম্প্রতিক রাজনৈতিক বিষয়, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন পদ্ধতির মতো বিষয়গুলোও উঠে আসতে পারে বোর্ডের এ সভায়।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন