স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ওরা (বিএনপি) ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিদেশি নাগরিকরা স্বেচ্ছায় বাংলাদেশের উন্নয়নের জন্য আসেন। ওরা (বিএনপি) তাদের হত্যা করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি এখন আস্ফালন করে। ধমক দেয় আওয়ামী লীগ সরকারকে নাকি রাস্তায় টেনে নামাবে। আরে মিয়া আওয়ামী লীগের জন্মইতো রাস্তায়। তাকে টেনে নামনোর কী আছে। আমরাতো রাস্তার মানুষ। আমাদের আন্দোলনের ভয় দেখাও। কারে দেখাও মিয়া। কুপি জ্বালিয়ে সূর্যকে আলো দেখিয়ে কোনো লাভ নেই।
খন্দকার মোশাররফ হোসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, তিন মাসতো খাইয়া না খাইয়া অফিসে ছিলেন। কিছুই করতে পারেননি। বরং দেশের সাধারণ মানুষকে হত্যা করেছেন। এখন লন্ডনে গিয়ে ছাওয়ালের কাছে পালাইয়া আছেন।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন