হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ জাহাঙ্গীর সরকার (২৬) নামে এক যুবককে আটক করেছে কাস্টমস প্রিভেনটিভ দল।
রবিবার সকাল পৌনে ৯টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কাস্টমসের প্রিভেনটিভ দলের যুগ্ম কমিশনার এসএস সোহেল রহমান।
তিনি বলেন, পাকিস্তান থেকে এয়ার এমিরেটসের একটি ফ্লাইটে করে শাহজালালে অবতরণ করেন ওই যুবক। এরপর তাকে সন্দেহ হলে তার মালপত্র তল্লাশি করা হয়। এসময় তার কাছে বিপুল পরিমাণ ভারতীয় রুপি পাওয়া যায়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার গ্রামের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। রুপিগুলো তিনি পাকিস্তান থেকে নিয়ে এসেছেন।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব