রাজধানীর শাহবাগে দুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শাহবাগ থানার সভাপতি ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীর টুটুলের উপর হামলার প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
রবিবার সংগঠনের সচিব এমএ খালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার সারাদেশে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুস্তক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনদিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে।
আগামীকাল ঢাকা জেলারসহ দেশের সকল জেলা শাখায় মৌন মিছিল, কালো ব্যাজ ধারন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
এছাড়া, একইদিন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ও রাজধানী শাখার যৌথ উদ্যোগে পুরান ঢাকার বাংলাবাজার থেকে মৌন মিছিল নিয়ে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করবে।
প্রসঙ্গত, শনিবার রাজধানীর শাহবাগের আজিজ মার্কেটের তৃতীয় তলায় কুপিয়ে হত্যা করা হয় জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে। এই প্রকাশনী থেকে চলতি বছরের একুশে বইমেলার সামনে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হওয়া অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ ও ‘অবিশ্বাসের দর্শন’ বই দুটি প্রকাশিত হয়।
এর আগে, রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়ায় অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রহমান টুটুল, ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমের উপর হামলা করে দুর্বৃত্তরা। বর্তমানে আহত ওই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব