গোপন-অতর্কিত হামলা থেকে কেউই নিরাপদ নয়, আমিও নই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, পুলিশ নাশকতা দমনে যেভাবে দক্ষতার পরিচয় দিয়েছে সেভাবে ধর্মান্ধ গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দক্ষতা দেখাতে পারেনি।
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী চিকিৎসাধীন অপর দুই আহত তারেক রহিম এবং রণদীপম বসুর চিকিৎসার খোঁজখবর নেন।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৫/ রশিদা