খুলনার চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার রায় ৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। রবিবার দুপুরে এই মামলার বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শুনানি শেষে খুলনা মহানগর দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক দিলরুবা সুলতানা এই রায়ের দিন ধার্য করেন।
আইনজীবীদের সূত্রে জানা যায়, প্রথমে বাদী পক্ষের আইনজীবীরা আদালতে তাদের পক্ষে আইনগত যুক্তি উপস্থাপন করেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করেন। এই মামলায় চার্জশিটভুক্ত ৪০ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে সাক্ষ্যগ্রহণ ও আসামিদের পরীক্ষাসহ যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে । এখন বাকী শুধু রায়ের।
প্রসঙ্গত, গত ৩ আগস্ট বিকেলে খুলনা মহানগরীর টুটপাড়া কবরখানার মোড়স্থ শরীফ মটর্সে মোটরসাইকেলে হাওয়া দেয়া কম্প্রেসার মেশিন দিয়ে পায়ূপথে হাওয়া ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ ও মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। পরে শরীফের মা বিউটি বেগমকেও গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পরদিন নিহত শিশুর পিতা মো. নুর আলম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গেল ২৫ আগস্ট এ মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারভুক্ত তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ১১ অক্টোবর বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিলো।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৫/ রশিদা