সিলেটে পৃথক অভিযানে এক শিবির নেতা ও এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে নগরীর বাগবাড়ি কলাপাড়া থেকে মহানগর শিবিরের আইনবিষয়ক সম্পাদক আবদুল হাকিমকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া হাকিম ওই এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি সিলেট কোতোয়ালী থানা শিবিরের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ।
এদিকে, গতকাল রবিবার বিকেল ৩টার দিকে মেন্দিবাগ থেকে প্রায় এক কিলোমিটার দৌড়ে কুশিঘাট এলাকা থেকে সুহেল আহমদ নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সুহেলের বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সুহেল।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৫/ রশিদা