লেখক ও প্রকাশকদের হত্যা এবং হত্যাচেষ্টার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। রবিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শেষ হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একের পর এক ব্লগার-লেখক ও প্রকাশকদের হত্যা করা হলেও সরকার ঘাতকদের ধরতে ব্যর্থ হচ্ছে। আগের হত্যাকান্ডগুলোর বিচার না হওয়ায় শনিবার একইদিনে দুটি হামলার ঘটনা ঘটেছে। বক্তারা বলেন, উগ্রবাদী গোষ্ঠীকে দমন করা না গেলে একের পর এক হত্যার ঘটনা ঘটতেই থাকবে। প্রগতিশীল ও মুক্তচিন্তার কোনো মানুষই এই উগ্রবাদী গোষ্ঠীর হাত থেকে রেহাই পাবেন না।
গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, প্রবীণ রাজনীতিবিদ বাদল কর, ডা. বিরেন্দ্র চন্দ্র দেব, কবি একে শেরাম, প্রগতিশীল রাজনীতিবিদ সাঈদুর রহমান সাঈদ, সুকেশ চন্দ্র দেব, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি এডভোকেট মনির হেলাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৫/ রশিদা