জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজনকে হত্যাচেষ্টায় চেষ্টায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে মঙ্গলবার সারা দেশে আধাবেলা হরতাল করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। রবিবার রাজধানীর শাহবাগে এক প্রতিবাদ সমাবেশ থেকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই ঘোষণা দেন।
সেইসঙ্গে সোমবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে শোক পালনের কর্মসূচি ঘোষণা করে ইমরান বলেন, “সরকারকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। কিন্তু সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজ কেন এই হত্যাকাণ্ড?”
শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ দুটি প্রকাশনা সংস্থা থেকেই বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হামলায় নিহত হন।
ইমরান বলেন, "পালনের অংশ হিসেবে সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবে। এছাড়া সোমবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল করবে গণজাগরণ মঞ্চ।" তিনি বলেন,“আমাদের দাবি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার খুনি ও হামলাকারীদের গ্রেফতার করলে হরতাল প্রত্যাহার করে নেওয়া হবে।”
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৫/ রশিদা