রাজধানীর আদাবরে ধারালো অস্ত্রের আঘাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৬টার দিকে আদাবর থানার রোড নম্বর-১৪ এলাকায় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অাজ সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আদাবর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে ফেলে রাখে যায়। নিহতের পরনে লুঙ্গি ও চেক শার্ট ছিল। মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা।
বিডি-প্রতিদিন/২ নভেম্বর ২০১৫/শরীফ