লেখক-প্রকাশকদের হত্যা ও তাদের ওপর হামলার প্রতিবাদে এবং এতে জড়িতদের শাস্তি ও গ্রেফতারের দাবিতে শোক দিবসের অংশ হিসেবে আজ সকাল থেকে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ।
সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের সম্মুখে অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এতে উপস্থিত আছেন গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় সংগঠকবৃন্দ।
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা; কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সেইসঙ্গে ৩ নভেম্বর মঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালনেরও ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ।
বিডি-প্রতিদিন/২ নভেম্বর ২০১৫/শরীফ