রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের [পূর্বের রূপসী বাংলা] সংস্কারাধীন ভবনের সিঁড়ি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো ১০ শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় হোটেলটির সংস্কাররত ভবনের ছাদ সংলগ্ন একটি সিঁড়ি ধসে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।
আলতাফ হোসেন [৪০] নামে ওই শ্রমিককে আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু নিশ্চিত করেস কর্তব্যরত চিকিৎসক।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি ১০ শ্রমিককে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আহত শ্রমিক জাকিরুল জানান, দুর্ঘটনার সময় ভবনটিতে ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কাজ করছিল। কাজ করার সময় হঠাৎ সিঁড়ি ধসে পড়ে তারা এর নিচে চাপা পড়ে। এ সময় অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ