সিলেট ক্যাথলিক ডাইসিস ধর্মপ্রদেশের বিশপ বিজয় এনডি ক্রুজকে হত্যার হুমকি দেয়া হয়েছে। মোবাইল ফোনের খুদে বার্তায় জঙ্গি সংগঠনের পরিচয়ে মঙ্গলবার রাতে তাকে হত্যার এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় আজ বুধবার মহানগরীর শাহপরাণ থানায় জিডি করেছেন বিশপ ক্রুজ।
খুদে বার্তা প্রেরণকারী নিজেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইন্টারন্যাশনাল জিএমবি’র সমন্বয়ক জামান মজুমদার বলে দাবি করেন। বার্তায় বিশপের উদ্দেশ্যে বলা হয় ‘তোমার শেষ স্বপ্ন পূরণ করে নাও, কারণ তোমার জীবন শেষ পর্যায়ে। খুদে বার্তায় ইংরেজিতে লেখা ছিল 'Fill your last dream because your life is in last stage. Very soon you are kill by us) Zaman Mojumder, International coordinator international GMB (IGMB)’।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা বলেন, ‘হুমকির বিষয়টি পুলিশ গুরুত্বসহ তদন্ত করে দেখছে।’
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২০১৫/শরীফ