চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মদ-ইয়াবাসহ ৭৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতভর অভিযান চালিয়ে এসব উদ্ধার ও আটকের ঘটনা ঘটে।
অভিযানে ২৭ লিটার চোলাই মদ ও ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল।
তিনি জানান, অভিযানে জোড়ারগঞ্জ থেকে ১৫০ পিস, সীতাকুণ্ড থেকে ৫০ পিস ও পটিয়া থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া আনোয়ারা থেকে ২২ লিটার ও মিরসরাই থেকে ৫ লিটার মদ উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১০ জন এবং সাজা পরোয়ানামূলে ৬৬ জন রয়েছেন।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৫/শরীফ