বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পৌর নির্বাচনী এলাকায় বিএনপির দলীয় নেতাকর্মীদের মারপিট ও তাদের বাড়িঘরে হামলা চালিয়েছে সরকার দলীয় সন্ত্রাসীরা। মারপিট ও হামলা করে ক্ষ্যান্ত হননি তাদের নানা ধরনের ভয়ভীতি দেওয়া হচ্ছে। পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির যে সকল নেতাকর্মীরা কথা বলছেন বা ভোট চাইছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। নানা ভাবে হয়রানী করা হচ্ছে তাদের। মূল পৌর নির্বাচন নিয়ে সরকার নোংরামির খেলায় মেতেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, প্রশাসনের নিরপেক্ষতা বলতে কিছু নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। সাতক্ষীরা, বিরামপুর, ব্রাহ্মণবাড়িয়া, সাভার, খাগড়াছড়ি, ময়মনসিংহ, গৌরীপুরসহ বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থী সমর্থকদের উপর নির্যাতন চালানো হয়েছে। তারা যাতে কোনো ভাবে ভোটারদের কাছে না যেতে পারে।
বিভিন্ন জায়গায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মারপিট করা হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবীব, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন