রাজধানী মিরপুরের একটি ছয়তলা ভবনে জেএমবির আস্তানা থেকে গ্রেনেড ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আটক ৭ জনের মধ্যে তিন জনের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে মামলা শেষে তাদেরকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার আসামিরা হলেন— ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সেস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও জেএমবির এ গ্রুপের সমন্বয়কারী মো. আবু সাঈদ ওরফে রাসেল ওরফে সালমান, সাভারের আল-আরাফা ব্যাংকের একটি শাখার পিয়ন ও জেএমবি সদস্য মো. ইলিয়াস ওরফে ওমর ফারুক (২৩) এবং বোমা তৈরির কারিগর মো. মহসিন আলী ওরফে রুবেল (২০)।
পালাতক ২ আসামিরা হলেন— ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ও জেএমবির এ গ্রুপের পরিকল্পনাকারী শাকিল এবং ঢাকা ও আশপাশের এলাকার জেএমবির কমান্ডার মো. সোহেল রানা ওরফে রায়হান ওরফে ইমরান ওরফে হিরণ। এ ছাড়া ৫-৬ জন অজ্ঞাত আসামি রয়েছে এই মামলায়।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ছানোয়ার হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেনেড ও বিস্ফোরকসহ সাত জনকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব