পৌর নির্বাচনের পরিস্থিতি বিশ্লেষণ এবং নির্বাচন পরবর্তী দলের অবস্থান জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন আহ্বান করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন শুরু হবে।
বুধবার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকে এই সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন