রাজধানীর মিরপুরের পীরেরবাগে জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) এক পরীক্ষার্থীকে (১৩) ধর্ষণ করেছে রাজু (২৫) নামের এক বখাটে।
বুধবার রাতেই ধর্ষণের ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেছেন। এরপর পরীক্ষার জন্য ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ উদ্দিন আহমেদ জানান, ওই কিশোরী পাশের বাড়ির রাজু (২৫) নামের এক ছেলের কাছে প্রাইভেট পড়ত। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় টিউশনি দেওয়ার কথা বলে বুধবার সকালে রাজু তার বাড়িতে তাকে ডেকে নেয়। বাড়িতে আসার এক পর্যায়ে রাজু তাকে ধর্ষণ করে। এ সময় তার বন্ধুরা মোবাইল ফোনে ছবি তুলে রাখে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর রাজু ও তার বন্ধুরা পালিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য রাজুর বাবা-মাকে থানায় আটকে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব