চট্টগ্রামে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় (ইএসসি) পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে।
গতবছর পিএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৭ দশমিক ৮৭ শতাংশ। যা এ বছর কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩৬ শতাংশে। গতবছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৫১১ জন। এ বছর বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩৪ জনে। তাছাড়া গতবছর ইএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৯৩ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৪৬৯ জন। এবার এই পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩৯০ জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন পিএসসি ও ইএসসি’র ফলাফল ঘোষণা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবার পিএসসি পরীক্ষায় ২০টি থানা ও উপজেলার অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৫২ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৭০ হাজার ৪৮ জন ছেলে এবং ৮২ হাজার ৪৮০ জন মেয়ে শিক্ষার্থী। এতে কৃতকার্য হয় ১ লাখ ৪৮ হাজার ৫০৭ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৩ হাজার ৮৫১ জন শিক্ষার্থী। পরীক্ষায় ৪ হাজার ২৩৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে ইএসসি পরীক্ষায় ২০টি থানা ও উপজেলার অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ হাজার ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১২ হাজার ৩৪২ জন ছেলে এবং ১০ হাজার ৯৫৩ জন মেয়ে। এই পরীক্ষায় কৃতকার্য হয়েছে ২১ হাজার ১১৩ জন এবং অকৃতকার্য হয়েছে ২ হাজার ১৮২ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় ২ হাজার ২৩৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন