দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূতির দিনে অপ্রীতিকর ঘটনা, নাশকতা ও সহিংসতা মোকাবেলায় চট্টগ্রামে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোর ৬টা থেকে জেলা ও নগরীর বিভিন্ন স্থানে বিজিবি সদস্যরা টহল শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের বর্ষপূর্তিতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অবস্থান এবং জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা মঙ্গলবার ও বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।
পাঁচ জানুয়ারির সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে আওয়ামী লীগ ও বিএনপি সারাদেশের মতো চট্টগ্রামেও পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিএনপি কাজির দেউড়ি মোড়ে সমাবেশের ডাক দিয়েছে।
অন্যদিকে বুধবার (৬ জানুয়ারি) আপিল বিভাগে জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মানবতা বিরোধী অপরাধ মামলার আপিলের রায় ঘোষণার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ