সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবীর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম জানান, দুপুরে খাওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেছেন, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্ম নেওয়া সাংবাদিক আমানুল্লাহ কবীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস)। প্রায় সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে ইংরেজি ও বাংলা দুই মাধ্যমের সংবাদপত্রেই কাজ করেছেন তিনি। বাংলা দৈনিক আমার দেশ এবং ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেছেন। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন