গাজীপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মনির হোসেন খান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, সে সন্ত্রাসী। তার বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায়।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডিবি ও থানা পুলিশ সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান পরিচালনা করার সময় রাত সাড়ে ১১টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্ট গুলি ছুঁড়লে মনির হোসেন খান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও গুলি উদ্ধার করেছে।
পরে হোতাপাড়া ফাঁড়ি পুলিশ নিহত সন্ত্রাসীর লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মনির হোসেন খানের বিরুদ্ধে সন্ত্রাস, খুন, চাঁদাবাজিসহ প্রায় ২৭টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব