রাজশাহী মহানগরীর তালাইমারীতে মিছিলের প্রস্তুতিকালে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম সাকলাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুদ্ধাপরাধী মামলায় জামায়াতের শীর্ষ নেতা নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর তালাইমারী ট্রাফিক মোড় এলাকায় শিবিরকর্মীরা একত্রিত হয়ে মিছিলের প্রস্তুতি নেয়। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। শিবিরকর্মীরা গ্রেফতার এড়াতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে নগরীর সব এলাকায় নাশকতা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা