রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। রমনা পুলিশ ভবন ক্রসিং এলাকায় শুক্রবার ভোর ৫টার দিকে মো. শহিদুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শহিদুল ইসলাম পটুয়াখালী জেলার শফিকুল ইসলামের ছেলে। এ ছাড়া কদমতলির ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ফারুক হোসেন (৩০) নামে এক ট্রাক হেলপার নিহত হন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জানান, ভোর ৫টার দিকে ওই যুবককে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে কদমতলীর বাসিন্দা আবুল মিয়া জানান, ফারুক হোসেন কদমতলির ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় থাকতেন। রাতে কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ