আগামী ২৮ মার্চ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার সন্ধ্যায় দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রসঙ্গত, এর আগে আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ২৯ ডিসেম্বর। ওই কমিটির মেয়াদ গত ২৯ ডিসেম্বর শেষ হয়।
বিডি-প্রতিদিন/ ০৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন