রাজশাহী কলেজের বাসের ধাক্কায় সাবেক সংসদ সদস্য জাহান পান্নার স্বামী এমদাদুল হক সরকার (৬৫) নিহত হয়েছেন। আজ রবিবার বেলা ১১টার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় জাহান পান্নাও আহত হয়েছেন। তাকে রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এমদাদুল হক নগরীর পদ্মা আবাসিক এলাকার কাজিমদ্দিনের ছেলে এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ভদ্রায় রিকশাযোগে যাচ্ছিলেন জাহান পান্না ও তার স্বামী এমদাদুল হক সরকার। এ সময় রাজশাহী কলেজের একটি বাস ওই রিকশাকে ধাক্কা দিলে এমদাদুল হক ও জাহান পান্না আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এমদাদুল হককে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ