চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন জনের কাছ থেকে কয়েক ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শনিবার রাতে এ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন থানা পুলিশ।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুল আউয়াল বলেন, শনিবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮৭ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে পরোয়ানাভুক্ত ৭৫ ও নিয়মিত মামলায় ১২ আসামিসহ মোট ৮৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় জোড়ারগঞ্জ থানা থেকে ১০ লিটার, বোয়ালখালি থেকে ১৫ লিটার ও লোহাগাড়া থেকে ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া চন্দনাইশ উপজেলা থেকে ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৬/ রশিদা