বাংলাদেশের এখনো অনেক কাজ বাকি, এ জন্য জননেত্রীকে আরও কয়েক টার্ম সময় দিতে হবে। তাঁর জন্য নয়, এ দেশের মানুষের জন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি আজ মঙ্গলবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘ছোটবেলায় আমি নিজের কানে শুনেছি, বঙ্গবন্ধুকে এমনকি আওয়ামী লীগ যাঁরা করত তাঁদেরকে বলা হতো হিন্দুর ঘরে জন্ম হয়েছে।’ তিনি বলেন, বঙ্গবন্ধুকে কেউ দমাতে পারে নাই, শেখ হাসিনাকেও কেউ দমাতে পারবে না। সারা বিশ্ব বলছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নারী অধিকারসহ সব দিকেই এগিয়ে যাচ্ছে।’
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন