রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ সোমবার দুপুরে অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও অপহৃত আনিসকে উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, রবিবার দুপুর ১ টার দিকে নগরীর শাহ মখদুম থানা এলাকার আমচত্বর (নওদাপাড়া) থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কয়েকজন আনিসকে অপহরণ করে। আনিস শাহ মখদুম পলিটেকনিক ইন্সটিটিউটের ষষ্ঠ পর্বের ছাত্র। বিষয়টি তার পরিবারের সদস্যরা জানতে পেরে খোঁজাখুঁজি করেও অপহৃত আনিসের কোন সন্ধান পায় না। ওইদিনই বিকেল সাড়ে চারটার দিকে একটি অপরিচিত নম্বর থেকে অপহৃতের বাবার নম্বরে ফোন করে অপহরণকারীরা ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে অপহরণকারীরা অপহৃত আনিসকে মেরে ফেলার হুমকি দেয়।
রবিবার সন্ধ্যায় অপহৃতদের বাবা মো. হান্নান রাজশাহী র্যাবের কাছে অভিযোগ করেন। এরপর র্যাব সদস্যরা আনিসকে উদ্ধারে তৎপরতা শুরু করে। প্রথমে নগরীর শাহ মখদুম থানার বড়বনগ্রাম (চকপাড়া) এলাকা থেকে মো. সোহাগ (২০), লতিফা বেগম (৪৫) কে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী নগরীর মতিহার থানার সমসাদীপুর এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আজ দুপুর ১২টার দিকে অপহৃত আনিসকে উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকায় মোছা. লিমা (১৮), মো. বাদশা (৫২) ও লিটন আলীকে (৩৭) গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন