গাজীপুর জেলার কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জল (৩২) ও মাসুম (৩৫) নামের দুই ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজলোর চন্দ্রা এলাকায় একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অপূর্ব বল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মালামাল আনতে একটি ট্রাক ওই কারখানার ভেতর ঢুকছিল। এ সময় উপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে ট্রাকের উপরে থাকা শ্রমিক উজ্জল ও মাসুম জড়িয়ে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দু’টি উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান অপূর্ব বল।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব