রাজধানীর হাইকোর্ট এলাকায় শনিবার সকাল ৮টার দিকে বাসচাপায় সোনালী (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নবম শ্রেণিতে ভর্তি হতে বাসা থেকে বের হয়েছিল জেএসসিতে এ প্লাস পাওয়া মেয়েটি।
সোনালীর বাবা জাকির হোসেন জানান, জেএসসিতে এ প্লাস পাওয়া সোনালী তেজগাঁও সরকারি গার্লস স্কুলে নবম শ্রেণিতে ভর্তি হতে সকালে বাসা থেকে বের হয়। হাইকোর্টের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ৮ নম্বর পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ ১১-১৩২৮) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার ঝনঝনিয়া গ্রামে।
সার্জেন্ট আমজাদ জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ