চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৬ বছর আগের এক হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলায় অপর ৬ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক মো. এনাম চৌধুরী মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- হেশাম উদ্দিন ও শহীদ। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলার মধ্যম বাইনজুরি এলাকায়।
তারা দু'জনেই পলাতক বলে জানিয়েছেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আইয়ুব খান জানান। তিনি আরও জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এ মামলার ৬ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
প্রসঙ্গ, জমি নিয়ে বিরোধের জেরে ২০১০ সালের ৭ মার্চ উপজেলার মধ্যম বাইনজুরি এলাকায় মনসুর আহমদ খান (৪৮) নামের এক ব্যক্তিকে তার নিজের বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তার ভাই মো. হারেছ খান থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর আদালত বিচার শুরু করে। মোট ১৬ জন সাক্ষীর জবানবন্দি শুনে বিচারক মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করলেন।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব