ভার্জিন সিটি হিসেবে রাজশাহীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, রাজশাহীর সম্ভাবনা অনেক বেশি। এখানে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে। কিন্তু শিক্ষার্থীদের বিনোদনের ব্যবস্থা নেই। তাই সর্বাধুনিক সিনেপ্লেক্সসহ বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ-আরডিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজশাহীতে আরডিএ’র বাস্তবায়িত আবাসিক প্লটের দাম বেশি হওয়ার কারণ মৌজার গুরুত্বের ওপর খানিকটা নির্ভর করে। তাছাড়া যাদের জমি অধিগ্রহণ করা হয়, তাদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হয়। এ কারণেও প্লটের দাম বেশি পড়তে পারে।
এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মঈনউদ্দীন আব্দুল্লাহ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বজলুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী আরডিএ’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব