পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি কে এম আর মঞ্জুর। শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না নিল্লাহি...রাজিউন)।
চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক কে এম আর মঞ্জুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ জোহর বিএফডিসিতে কে এম আর মঞ্জুরের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
চলচ্চিত্র প্রযোজক হিসেবে তার প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে ‘দাঙ্গা’, ‘সিপাহি’, ‘আমার প্রেম আমার অহংকার’ প্রভৃতি চলচ্চিত্র। প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। বাংলাদেশ ফিল্ম ক্লাবে তিনবারের সভাপতি ছিলেন কে এম আর মঞ্জুর।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৬/মাহবুব