চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমান বেতন স্কেলসহ পুলিশ-আনসার বাহিনীর সদস্যদের মতো অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছেন গ্রাম পুলিশের সদস্যরা। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছেন তারা।
‘বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের’ ব্যানারে পাঁচ শতাধিক গ্রাম পুলিশ এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। ইউনিয়নের মহাসচিব এম এ নাছের জানিয়েছেন, আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৩ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল-সন্ধ্যা প্রতীকী অনশন হবে। তিনি বলেন, দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
গ্রাম পুলিশের সদস্যদের অন্য দাবিগুলো হচ্ছে: গ্রাম পুলিশকে সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারীদের অনুরূপ বেতন স্কেল, অবসরকালীন ভাতা, পুলিশ-আনসার বাহিনীর মতো রেশনের ব্যবস্থা করা।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা