সিলেট নগরীর উপশহরে চাঁদা না পেয়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক জাকারিয়া মাহমুদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। রবিবার দুপুর ২টার দিকে উপশহর বি বক মসজিদ মার্কেটের আল বারাকা টেলিকমে এ হামলার ঘটনা ঘটে।
চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে উপশহরের ব্যবসায়ীরা উপশহর-শিবগঞ্জ ও উপশহর-মেন্দিবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
জাকারিয়া মাহমুদকে আটক করতে পুলিশ শিবগঞ্জ সোনারপাড়া নবারুণ ৪৪১ নম্বর জ্যোৎস্না ভিলায় অভিযান চালিয়েছে। তবে ওই সময় জাকারিয়া বাসায় ছিল না বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী।
আল বারাকা টেলিকমের সত্ত্বাধিকারী জাকির আহমদ জানান, গত কয়েকদিন ধরে ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। রবিবার সকালে এসে সে আবার চাঁদা দাবি করে।
চাঁদা না পেয়ে বেলা ২টার দিকে সাঙ্গপাঙ্গ নিয়ে জাকারিয়া তার দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এর প্রতিবাদে বেলা আড়াইটা থেকে ব্যবসায়ীরা উপশহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এর আগেও চাঁদাবাজির অভিযোগে জাকারিয়া মাহমুদের বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবর উপশহরের ব্যবসায়ীরা স্মারকলিপি দিয়েছিলেন বলে জানান জাকির আহমদ।
এদিকে, ব্যবসায়ীরা উপশহর সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা জাকারিয়া ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলও করেন।
শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী জানান, অভিযুক্ত জাকারিয়াকে আটক করতে তার বাসায় অভিযান চালানো হয়েছে। তবে তাকে বাসায় পাওয়া যায়নি। জাকারিয়াকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা