বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষে সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ এক শোক বার্তায় সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে, আলতাফ মাহমুদের মৃত্যুতে কেন্দ্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে তিনদিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। কর্মসূচির মধ্যে রয়েছে ইউনিয়ন অফিসে কালোপতাকা উত্তোলন, সদস্যদের কালোব্যাজ ধারণ ও শোক বই খোলা হবে। ২৫ জানুয়ারি বাদ আসর মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং ২৬ জানুয়ারি বেলা ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে স্মরণসভা।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা