চট্টগ্রামের হালিশহর ছোটপুল এলাকায় গাজী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গাজী রাবারের হিসাবরক্ষক মোহাম্মদ ইসহাকের কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে বড়পুলের এনসিসি ব্যাংক থেকে নগদ টাকা নিয়ে যাওয়ার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গাজী গ্রুপের চট্টগ্রামের ব্যবস্থাপক হাবিবুল আলম জানান, দুপুরে বড়পোল এলাকায় এনসিসি ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে হালিশহর আবাসিক এলাকায় কে ব্লকে এসি মসজিদের সামনে অফিসে যান গাজী রাবার প্ল্যান্টেশনের হিসাবরক্ষক মোহাম্মদ ইছহাক। অফিস থেকে দুপুর ২টার দিকে বেরিয়ে তিনি রিকশা করে টাকাগুলো নিয়ে আগ্রাবাদে সোনালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। ছোটপুল পুলিশ লাইনের সামনে রিকশা আসার পরে একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এরপর তিনজন যুবক নেমে অস্ত্রের ভয় দেখিয়ে টাকাগুলো কেড়ে নিয়ে দ্রুত চলে যায়।
হালিশহর থানার ওসি সৈয়দ মো আহসানুল ইসলাম জানান, ছোটপুল এলাকায় ছিনতাই হয়েছে বলে শুনেছি। কিন্তু যেখানে ঘটনার কথা বলা হচ্ছে এর ৫০ গজ দূরে পুলিশ ছিল। মামলা হলে ঘটনাটি তদন্ত করে দেখার কথা বলেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা