বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে। তার মৃত্যুর পর চট্টগ্রামের মিডিয়া হাউসগুলোতে চলছে সাংবাদিকদের আন্দোলনের অগ্রনায়ক আলতাফ মাহমুদের স্মৃতিচারণ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিএফইউজে সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য নওশের আলী খান ও আসিফ সিরাজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা