দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তলব করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি সূত্র জানায়, দুদক কর্তৃক বেসিক ব্যাংকের অনিয়ম, দুর্নীতি ও মামলাগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় কমিটি এ বিষয়ে দুদকের বক্তব্য জানতে কমিটি সভায় তাদের তলব করেছে। আগামী ২৮ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিতব্য অর্থ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি সভায় দুদককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এজন্য রবিবার কমিটির পক্ষ থেকে দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বরাবর এক চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেছেন, দুদককে বা মামলার তদন্ত কর্মকর্তাকে সংসদীয় কমিটি ডাকতে পারে কি-না, সেটা নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি কার্যপ্রণালী বিধি পর্যালোচনা করে দেখেছে, দুদককে ডাকা যাবে। এমন বক্তব্যের প্রেক্ষিতে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পুও গণমাধ্যমে বলেছেন, দুদক স্বাধীন স্বশাসিত সংস্থা। এর জবাবদিহিতার কোনো জায়গা নেই। দুদককে তলব করার আগে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২০৩ ধারার আলোকে ও দুদক আইন’২০০৪ পাশাপাশি রেখে সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে।
বেসিক ব্যাংকের অনিয়ম, দুর্নীতি ও মামলাগুলোর স্বচ্ছতা নিয়ে দুদককে তলবের সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ কমিটি মনে করে, বেসিক ব্যাংক জালিয়াতিতে দুদকের মামলা প্রশ্নবিদ্ধ হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা