রাজধানীর তেজগাঁও রেলওয়ে কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা পৌণে ৬টায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৬টি ইউনিটের সাহায্য এক ঘন্টার চেষ্টায় রাত পৌণে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ওই কলোনীর ১২টি ঘর পুড়ে যায়। রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ