স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফকে উদ্দেশ্য করে স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হাজী মো. সেলিম বলেছেন, দেখাইলেন মুরগি, দিলেন ডিম! এই দিয়ে কী করমু?
মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে ঢাকা সিটি কর্পোরেশনের রাস্তা-ঘাটের বেহাল অবস্থা তুলে ধরে তিনি এসব কথা বলেন।
প্রশ্ন রেখে হাজী সেলিম বলেন, আওয়ামী লীগ সরকার বিগত আমলে প্রশাসক দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন চালিয়েছে। এরপর সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হয়েছে। নয় মাস অতিবাহিত হচ্ছে কিন্তু সিটি কর্পোরেশনের রাস্তা-ঘাটের বেহাল দশা। এই রাস্তা-ঘাট কবে উন্নত হবে?
তিনি আরও বলেন, দেশের মানুষ সবাই জানে এমপিদের নামে ২০ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া আছে রাস্তা-ঘাট সংস্কারে। কিন্তু দিলেন কই? মাননীয় মন্ত্রী দেখাইলেন মুরগি, দিলেন ডিম; এই দিয়ে কী করমু?
জবাবে হাজী সেলিমকে সিটি মেয়রদের সঙ্গে বসার পরামর্শ দিয়ে খন্দকার মোশাররফ বলেন, সিটি কর্পোরেশন তার নিজস্ব অর্থায়নে চলে। আপনি যদি সিটি কর্পোরেশনের উন্নয়ন চান, রাজস্ব বাড়াতে চান, তাহলে সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে বসুন, ট্যাক্স বাড়াতে চাইলে বাড়ান। এজন্য সরকারের যে যে সহযোগিতা করার প্রয়োজন করবে। আর যদি মনে করেন সিটি কর্পোরেশনের সব দায়িত্ব সরকারের তাহলে তো সিটি কর্পোরেশনের অস্তিত্বই থাকে না।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব