রাজধানীর বিমান বন্দর থানার সোনা চোরাচালান মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল্লহ মাতবর (২৭) জামিন পেয়েছে।
আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচার মো কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এ কারণে আদালত এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
তবে আইনজীবীরা জানান, জামিন বিচারকের বিবেচনামুলক এখতিয়ার। কিন্তু প্রাথমিক ভাবে এমন গুরুতর অপরাধের অভিযোগের মামলায় জামিন দেয়াটাকে অস্বাভাবিক হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া সোনা চোরাচালন মামলায় বর্তমানে হাই কোর্টও তেমন জামিন দেন না। সেখানে মামলা তদন্তের আগে দেড় মাসের মধ্যে এই আসামিকে জামিন দেওয়ায় সুবিচার কঠিন হয়ে পড়তে পারে।
মামলার নথি সুত্রে জানাগেছে, গতবছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিমানবন্দর এলাকায় দুই বিমান যাএীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করা হয়। এসময় আসামিদের দেহ তল্লাশি করে বিদেশ হইতে অবৈধভাবে আনা ৫২২ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় এপিবিএন এর এস আই আলী খাঁন বাদী হয়ে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে শুল্ক ফাঁকি দিয়া অবৈধভাবে বিদেশ হইতে অভৈধভাবে সোনা আনিয়া নিজেদের হেফাজতে রাখিয়া অরাধ করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন