আজ ২৭ জানুয়ারি হবিগঞ্জ-৩ আসনের এমপি সাবেক সফল অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের এই দিনে হবিগঞ্জের বৈদ্যের বাজারে ঘাতকের নিক্ষিপ্ত গ্রেনেড বিষ্ফোরণে নিহত হন তিনি। তবে ১১ বছর পেরিয়ে গেলেও এই হত্যার বিচারকার্য এখনো শেষ হয়নি।
দেশের এই সূর্যসন্তানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বুধবার হবিগঞ্জের বৈদ্যার বাজারে গ্রেনেড হামলার স্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যর বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী ও তৎকালীন এমপি শাহ এ এম এস কিবরিয়া। হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বাদি হয়ে মামলা দায়ের করেন। বর্তমানে এ মামলাটি স্থগিত করেছে রাষ্ট্রপক্ষ। এ মামলার ৩২ আসামির মধ্যে ১৪ জন কারাগারে, ৮ জন জামিনে এবং ১০ জন পলাতক রয়েছে।
এই নির্মম হামলায় আরও নিহত হন- সাবেক এই অর্থমন্ত্রীর ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এছাড়া মারাত্মকভাবে আহত হন হবিগঞ্জ-লাখাই আসনের বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও আওয়ামী লীগ নেতাকর্মীসহ শতাধিক মানুষ।
ঘটনার পর নিহত ৩ জনের পরিবারকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১ লাখ টাকা করে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৫০ হাজার টাকা করে দেন।
প্রসঙ্গত, শাহ এএমএস কিবরিয়া ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের উপদেষ্টা মনোনীত হন। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেই নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী নিযুক্ত হন। ২০০১ সালের জাতীয় নির্বাচনেও তিনি হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে বিজয়ী হন।
গ্রেনেড হামলায় আহত বর্তমানে হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের শরীরের রক্তবিন্দু দিয়ে। তিনি ৭১ রাজাকারদের বিচার করছেন এবং কিবরিয়া হত্যার বিচারও তিনি করবেন। সেই মধুক্ষণের দিন আর বেশি নেই। দ্রুতই দেশবাসী কিবরিয়া হত্যার বিচার দেখতে পারবে।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব