চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ইসলামের ইতিহাস ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর একটার দিকে পরপর ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত না হলেও এসময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্র শিবিরের একক আধিপত্য থেকে ছাত্রলীগের করায়ত্বে আসার পর এই প্রথম কলেজ ক্যাম্পাসে ককটেল বিষ্ফোরণের মতো ঘটনা ঘটেছে।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, দুপুর একটার দিকে কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং কারা এই ঘটনার সাথে জড়িত তা বের করে আনবে। সাধারণ ছাত্রছাত্রীদের ভীতি প্রদর্শনের জন্য সরকার বিরোধী রাজনৈতিক শক্তির কোন পক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট থানার ওসি।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন