১৩ জানুয়ারি শুরু হতে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা সামনে রেখে সব ধরনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইজতেমার প্রস্তুতির কাজে তদারকির দায়িত্বে থাকা মুরুব্বি গিয়াস উদ্দিন।
তিনি বলেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরুর আগে ময়দানের সব প্রস্তুতি শেষ করার লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। প্রতি বছরের মতো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমা মাঠে প্রস্তুতিমূলক কাজ করছেন।
দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ১৫ জানুয়ারি। চারদিন বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি, শেষ হবে ২২ জানুয়ারি।
বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে অংশ নেওয়া জেলাগুলো হলো- গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপলগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, বাগেরহাট, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালি, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল ও সাতক্ষীরা।
১৯৬৭ সাল থেকে নিয়মিত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তবে ১৯৯৬ সালে একই বছর দুইবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। ধর্মপ্রাণ মুসল্লিদের চাপে জায়গা কম হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হচ্ছে।